bloggermomota.com https://www.bloggermomota.com/2022/11/blog-post_51.html

মাউস কিভাবে কাজ করে - মাউস ব্যবহারের নিয়ম

মাউস কিভাবে কাজ করে? আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি তারা সকলেই মাউস এর সাথে পরিচিত কিন্তু মানুষ কিভাবে কাজ করে এই বিষয় সর্ম্পকে আমরা জানিনা। কোন সময় জানার চেষ্টাও করিনি। তাই আজকের এই আর্টিকেলে আমরা মাউস কিভাবে কাজ করে এবং মাউস ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করব।

আপনি যদি মাউস কিভাবে কাজ করে এই বিষয়টি জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্ট জুড়ে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দেরী না করে মাউস কিভাবে কাজ করে এবং মাউস ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ মাউস কিভাবে কাজ করে - মাউস ব্যবহারের নিয়ম

মাউস কিভাবে কাজ করে - মাউস ব্যবহারের নিয়মঃ প্রথম কথা

আমরা সকলেই জানি যে মাউস হল হাত দিয়ে নিয়ন্ত্রিত ইঁদুরের মত একটি ডিভাইস। যাকে কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এই মাউস কিভাবে কাজ করে এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানিনা। শুধু ব্যবহার করতে হয় বলে ব্যবহার করি।

আরো পড়ুনঃ ল্যাপটপ অথবা ডেস্কটপ হ্যাক হওয়ার ১২ টি লক্ষণ

তাই আজকের এই আর্টিকেলে আমরা মানুষ কিভাবে কাজ করে এবং মাউস ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করব। এছাড়া মাউস এর সুবিধা ও মাউস কি এর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

মাউস কিভাবে কাজ করে

মাউস হল একটি ইনপুট ডিভাইস। মাউস এর সাথে একটি এনকোডিং ডিস্ক থাকে। যার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে এবং এটির সামনে এলইডি ও সেন্সর থাকে। ডিস্কটি ঘোরালে মানুষ বুঝতে পারে এটিকে কত দূরে এবং কত জোরে সরানো হচ্ছে। মাউস কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

কম্পিউটারে কাজ করার সময় বেশিরভাগ কাজ মাউস দ্বারা সম্পাদন করা হয়। মাউস টি যখন নাড়াচাড়া করা হয় তখন কম্পিউটারের মনিটরের ভেতরে একটি পয়েন্টার দেখা যায়। যার মাধ্যমে বিভিন্ন জিনিস অর্থাৎ বিভিন্ন অপশন সিলেক্ট করা যায়। মাউস পয়েন্টারটি যে কোন ডকুমেন্ট এর উপর ক্লিক করলে সে ডকুমেন্ট এর কাজ সম্পন্ন হয়।

মাউস ব্যবহারের নিয়ম

মাউস হচ্ছে কম্পিউটারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। কম্পিউটারের মনিটরের বিভিন্ন প্রান্তে এই মাউস পয়েন্টারটি কে নিয়ে গিয়ে মাউসের বাটন প্রেস করে অপারেটিং সিস্টেম কম্পিউটারের বিভিন্ন রকম সফটওয়্যার এবং ফাইল ইত্যাদি ওপেন ক্লোজ করা হয়। আমরা একটা ফাইল এর ওপরে গিয়ে মাউস দিয়ে ক্লিক করে সেটি ওপেন হয়ে যায়।

আরো পড়ুনঃ সঠিকভাবে কম্পিউটার অথবা ল্যাপটপ বন্ধ না করলে যা হতে পারে

মাউসের অংশকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলোঃ

পয়েন্টিং -

সাধারণত মাউস কম্পিউটারের সাথে যুক্ত করার পরে মাউস নাড়াচাড়া করলে কম্পিউটারের মনিটরের ভেতরের যে তীর চিহ্ন এর মত জিনিস দেখতে পাই তাকে পয়েন্টিং বলে। এর দ্বারা আমরা কম্পিউটারের স্ক্রিনে যে কোন কাজ সম্পাদন করতে পারি। বিভিন্ন রকম ফাইল ওপেন করতে পারি আরো অন্যান্য কাজ।

ক্লিক - 

আমরা খেয়াল করেছে যে মাউসের দুই ক্লিক কাছে একটি ডান ক্লিক এবং বাম ক্লিক। যখন মাউসের বাটন একবার ক্লিক করা হয় তখন এটিকের শুধু ক্লিক বলা হয়। অনেক সময় আমাদের বিভিন্ন রকম ফাইল ওপেন করতে একবার ক্লিক করতে হয়। আবার অনেক সময় দুইবার ক্লিক করার প্রয়োজন হয় এটিকে ডাবল ক্লিক বলে।

ড্রাগ এন্ড ড্রপ -

কম্পিউটারের ভেতরে কোন ছবি আইকন কে সিলেট করে মাউসের বাম বাটন চেপে ধরে টেনে আনা কে ড্রাগ বলে। যেটির ওপরে ড্রাগ করা প্রয়োজন সেটির উপর মাউস নিয়ে গিয়ে বাম বাটন চেপে ধরে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে গিয়ে তা ছেড়ে দিতে হবে। এভাবে ড্রাগ ছেড়ে দেওয়া কে ড্রপ বলা হয়।

সিলেক্ট - 

কোন ধরনের পিকচার অথবা ফাইল সিলেক্ট করতে হলে মাউসের ডান বা বাম দিকে আই বিম ক্লিক করে মাংসে চাপ রেখে অবজেক্ট এর ওপর দিয়ে বাম দিকে অথবা ডান দিকে টেনে নিয়ে যেতে হবে।

মাউস এর সুবিধা

মাউস ব্যবহারের ফলে অনেক রকম সুবিধা পাওয়া যায়। মাউস ব্যবহার করা না হলে এ ধরনের সুবিধা কখনো পাওয়া যেত না। আশাকরি মাউস কিভাবে কাজ করে এ বিষয়ে সম্পর্কে জানতে পেরেছেন। মাউস এর সুবিধাগুলো জেনে নেওয়া যাক।

  • এটি কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার সাহায্যে কম্পিউটারের মনিটরের ভেতরের যে কোনো নির্দেশনা খুব সহজে দেওয়া যায়।
  • মাউস এর সাহায্যে কম্পিউটারের যেকোন ফাইল অথবা ছবি মুহূর্তের মধ্যে ওপেন করা যায়।
  • মাউস এর বৈশিষ্ট্যগুলো মাউস এর সুবিধা। নিচে মাউসের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো

মাউস কি এর বৈশিষ্ট্য

প্রিয় বন্ধুরা আশা করি আপনি জানতে পেরেছেন মাউস কিভাবে কাজ করে। যেহেতু আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করেন তাই মাউস কিভাবে কাজ করে এ বিষয়টি সম্পর্কে অবশ্যই জেনে থাকা প্রয়োজন। এখন আমরা মাউস কি এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সাধারণত এক ধরনের ইনপুট ডিভাইস। যার সাহায্যে কম্পিউটার অথবা ল্যাপটপ এর বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়।

আরো পড়ুনঃ বাসায় গিয়ে কম্পিউটার শেখানো হয় - বাসায় বসে কম্পিউটার শিক্ষা

১। কম্পিউটারের একটি অতি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। যার সাহায্যে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কম্পিউটারকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান অর্থাৎ কমান্ড ফাংশন কে সক্রিয় করা হয়।

২। আমরা যখন মানুষ নাড়াচাড়া করি তখন মনিটরের ভেতরে একটি তীর চিহ্ন দেখতে পাই। আমরা ইচ্ছামত মাউস নড়াচড়া করে তীর চিহ্ন টিকে দ্রুত স্থানান্তর করে যেকোনো আইকনের উপর নিয়ে মাউসের বাম বোতামে ক্লিক করে কম্পিউটারের বিভিন্ন রকম নির্দেশনা দিয়ে থাকি।

৩। মাউস এর সাহায্যে কম্পিউটার স্ক্রিনে গ্রাফিক্স ছবিটা দি নিয়ন্ত্রণসহ বিভিন্ন রকম কাজ করা যায়।

৪। বর্তমানে তারবিহীন অর্থাৎ ওয়ারলেস মাউস ব্যবহার করা হয়।

মাউস কিভাবে কাজ করে - মাউস ব্যবহারের নিয়মঃ শেষ কথা

মাউস কিভাবে কাজ করে? মাউস ব্যবহারের নিয়ম। আজকেরে আর্টিকেলে মাউস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি মাউস কিভাবে কাজ করে তা জানতে চেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশাকরি মাউস কিভাবে কাজ করে এই বিষয় সর্ম্পকে জানতে পারবেন। এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম পোস্ট আরও পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন।১৬৮৩০

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া