bloggermomota.com https://www.bloggermomota.com/2022/11/blog-post_42.html

মাউস কত সালে আবিষ্কার হয় - মাউস এর দাম কত

কম্পিউটার ব্যবহার করার জন্য মাউস অনেক গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। মাউস কত সালে আবিষ্কার হয়? এ বিষয়ে আমরা অনেকেই জানিনা। তাই আজকের এই আর্টিকেলে মাউস কত সালে আবিষ্কার হয় এ বিষয়ে আজকে আলোচনা করব। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সঙ্গে থাকেন তাহলে মাউস কত সালে আবিষ্কার হয়? এবং মাউস এর দাম কত? তা জানতে পারবেন।

পেজ সূচিপত্রঃ মাউস কত সালে আবিষ্কার হয় - মাউস এর দাম কত

মাউস কত সালে আবিষ্কার হয় - মাউস এর দাম কতঃ প্রথম কথা

আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি তারা নিশ্চয়ই জানি যে মাউস হল কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যাদের কম্পিউটার এবং ল্যাপটপ অথবা ডেস্কটপ রয়েছে তারা সকলেই মাউস ব্যবহার করে থাকে।

আরো পড়ুনঃ বাসায় গিয়ে কম্পিউটার শেখানো হয় - বাসায় বসে কম্পিউটার শিক্ষা

তাই আজকের এই আর্টিকেলে মাউস কত সালে আবিষ্কার হয় অর্থাৎ মাউস নিয়ে এই বিষয় সর্ম্পকে বিস্তারিত ভাবে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে মাউস কত সালে আবিষ্কার হয় এবং মাউস এর দাম কত তা জেনে নেওয়া যাক।

মাউস কি - মাউস এর কাজ কি?

মাউস হল এক ধরনের হার্ডওয়ার ইনপুট ডিভাইস যা হাত দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। এটি সাধারণত কম্পিউটারের কার্সারের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং ব্যবহারকারী কম্পিউটারের বিভিন্ন রকম ফাইল ফোল্ডার সরাতে অথবা কোন কিছু নির্বাচন করতে মাউস ব্যবহার করে থাকে। মাউস এর পূর্ণরূপ রয়েছে যা হলো MOUSE -- Manually Operated User Selection Equipment

মাউসের কাজ -

১। মাউস এর প্রধান কাজ হলো কম্পিউটার স্ক্রিনের গতিবিধি নিয়ন্ত্রণ করা। স্ক্রিনের বিভিন্ন রকম ফোল্ডার ইত্যাদি সিলেক্ট করা।

২। মাউস এর সাহায্যে একাধিক ফোল্ডার বা ফাইলকে নির্বাচন করতে পারা যায়। অর্থাৎ আপনি যদি কাউকে অনেকগুলো ফাইল একসঙ্গে পাঠাতে চান তাহলে মাউস দিয়ে তা সিলেক্ট করে একসাথে পাঠিয়ে দিতে পারবেন।

৩। মাউস এর সাহায্যে আপনি কম্পিউটারের স্ক্রিনে নিচে এবং ওপরে ওঠা নামা করতে পারবেন। কম্পিউটারের কোন ফাইল অথবা ফোল্ডার ডাবল ক্লিকের মাধ্যমে খুব সহজে ওপেন করতে পারবেন।

আমরা যারা মাউস ব্যবহার করি তারা মাউস ক্লিক করে থাকি। মাউস ক্লিক এর মাধ্যমেই আমরা সকল ধরনের কাজ সম্পন্ন করে থাকি। মাউস ক্লিক তিন প্রকার নিচে উল্লেখ করা হলোঃ

আরো পড়ুনঃ সঠিকভাবে কম্পিউটার অথবা ল্যাপটপ বন্ধ না করলে যা হতে পারে

  • বাম ক্লিক
  • ডান ক্লিক
  • ডাবল ক্লিক

মাউস প্রধানত পাঁচ প্রকার। মাউসের প্রকারগুলো নিচে উল্লেখ করা হলো।

  • Mechanical Mouse
  • Optical Mouse
  • Wireless Mouse
  • Trackball Mouse
  • Stylus Mouse

মাউস কত সালে আবিষ্কার হয়

বন্ধুরা উপরে আমরা মাউস সম্পর্কে অনেকগুলো বিষয় জানলাম। কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হলো মাউস। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কম্পিউটারের মাউস ব্যবহার করতে হয় তাই করে কিন্তু মাউস সম্পর্কে কিছু তথ্য রয়েছে যা আমাদের জানা নেই।

মাউস আবিষ্কৃত হয় ১৯৬০ সালে। ডগলাস এঙ্গেলবার্ট (Douglas Engelbart) ১৯৬০ সালে শেষ ভাগে সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু প্রথম আলোর আজকের মাউসের মত ছিল না। এটি কাঠের তৈরি ছিল এবং নিচের দুইটি চাকা ছিল যার সাহায্যে উপরে নিচে ডানে বামে চালানো যেত।

১৯৮০ এর দশকে এপেল কম্পিউটার তাদের একটি কম্পিউটার সিরিজের প্রথম এটির উপস্থাপন করে যার আকৃতি ইঁদুরের মতো এর নাম মাউস দেওয়া হয়েছিল। মাউস একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে মনিটরের এবং প্রোগ্রামের যেকোন স্থানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়।

মাউস এর দাম কত

কম্পিউটার ল্যাপটপ অথবা ডেস্কটপ এ কাজ করার জন্য মাউস অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। আপনার কম্পিউটারের স্ক্রিন নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত জরুরী। বাজারে বিভিন্ন রকম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন। যেমন আপনি যদি গেমিং মাউস কিনতে চান তাহলে সাধারণ গেমিং মাউস এর দাম ৫০০ টাকার মধ্যে হয়ে যাবে।

আরো পড়ুনঃ ল্যাপটপ অথবা ডেস্কটপ হ্যাক হওয়ার ১২ টি লক্ষণ

কিন্তু আপনি যদি প্রফেশনাল গেমার হন তাহলে একটু বেশি দামের মধ্যে নিতে পারেন যার জন্য খরচ হতে পারে প্রায় ১০০ টাকা মত। এছাড়া আপনি বিভিন্ন দামের মধ্যে মানুষ পাবেন। আপনি যদি সাধারণত ব্যবহারের জন্য নিতে চান তাহলে ৩৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি আরো ভালো মানুষ পেতে চান তাহলে ১৫০০ টাকার মধ্যে পাবেন। এটা নির্ভর করে আপনার কাজের ওপর।

মাউস কত সালে আবিষ্কার হয় - মাউস এর দাম কতঃ শেষ কথা

মাউস কত সালে আবিষ্কার হয়? মাউস এর দাম কত? মাউস কি ভাবে কাজ করে? উক্ত বিষয়গুলো সম্পর্কে আজকে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আশা করি আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে উক্ত বিষয়টি জানা জরুরী বলে আমি মনে করি। এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম তথ্যমূলক পোস্ট আরো করতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন।১৬৮৩০

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া