bloggermomota.com
https://www.bloggermomota.com/2022/10/blog-post_89.html
সুন্নতি বিয়ের নিয়ম - সুন্নতি বিয়ের পদ্ধতি
সুন্নতি বিয়ের নিয়ম অনুসরণ করে বিয়ে করা উচিত। মুসলমান হিসেবে সব ধরনের সুন্নত পালন করা আমাদের একান্ত কর্তব্য। সুন্নতি বিয়ের নিয়ম অনুসরণ করে বিয়ে করলে আশা করা যায় সেই সংসার সুখী হবে। নিচে সুন্নতি বিয়ের নিয়ম ও সুন্নতি বিয়ের পদ্ধতি তুলে ধরা হলো।
পেজ সূচিপত্র: সুন্নতি বিয়ের নিয়ম - সুন্নতি বিয়ের পদ্ধতি
সুন্নতি বিয়ের নিয়ম - সুন্নতি বিয়ের পদ্ধতি: উপস্থাপনা
ইসলাম মানবজাতির সকল সমস্যার সমাধান দিয়েছে। জন্ম-মৃত্যু থেকে শুরু করে বিয়ে সহ জীবন চলার পথে যে সকল বিষয়ের প্রয়োজন হয়, সকল বিষয়ে ইসলামের নির্দেশ নীতিমালা রয়েছে। বিয়ের ব্যাপারেও ইসলামের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সুন্নতি বিয়ের নিয়ম অনুসরণ করেই বিয়ে করতে হবে। সুন্নতি বিয়ের পদ্ধতি, সুন্নতি বিয়ের পোশাক ও সুন্নতি বিয়ের ছবি নিচে তুলে ধরা হলো।
সুন্নতি বিয়ের নিয়ম
বিয়ে করার ক্ষেত্রে ইসলামিক কিছু বিধান রয়েছে বিয়ে করার সময় অবশ্যই সে বিষয়গুলো পালন করতে হবে। বিয়ে করার জন্য কিছু শর্ত রয়েছে বিয়ের সময় এই শর্তগুলো অবশ্যই পুরোপুরিভাবে পূরণ করতে হবে। বিয়ের রুকন বা খুঁটি হলো তিনটি।
বিয়ের রুকন গুলো নিম্নরূপ:
- বর এবং কনে কে বিয়ে করার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা মুক্ত থাকতে হবে।
- বরের নিকট কনে পক্ষের অভিভাবক বা অভিভাবকের প্রতিনিধি কর্তৃক প্রস্তাবনা পেশ করতে হবে।
- বরের অভিভাবক বা তার প্রতিনিধি কর্তৃক কনে পক্ষের প্রস্তাবনা গ্রহণ করতে হবে।
উপরে উল্লেখিত তিনটি শর্ত পূরণ করলে বিবাহ সম্পন্ন হবে। উপরে উল্লেখিত তিনটি শর্তের মধ্যে কোন একটি শর্ত যদি পূরণ করা না হয় তাহলে বিয়ে সম্পন্ন হবে না। বিয়ে শুদ্ধ হওয়ার আরো কিছু শর্ত রয়েছে সেগুলো নিচে তুলে ধরা হলো।
বিয়ের শর্তগুলো নিম্নরূপ:
- বর এবং কনে উভয়ের সম্মতি। বিয়ে শুদ্ধ হওয়ার ক্ষেত্রে পর এবং কনের সম্মতি প্রয়োজন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘স্বামীহারা নারী (বিধবা বা তালাকপ্রাপ্তা)-কে তার সিদ্ধান্ত ছাড়া (অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে) বিয়ে দেয়া যাবে না। কুমারী মেয়েকে তার সম্মতি (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) ছাড়া বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! কেমন করে তার সম্মতি জানব? তিনি বললেন, চুপ করে (লজ্জার দরুন) থাকাটাই তার সম্মতি। ’ (বুখারি, হাদিস নং : ৪৭৪১)
আরো পড়ুন: এ আধুনিক যুগে বিয়ের বয়সসীমা কত হওয়া উচিৎ?
- বিয়ের আকদ (চুক্তি) কনে পক্ষের অভিভাবক কর্তৃক সম্পাদন করা। কেননা এটা কনে পক্ষের অভিভাবকের দায়িত্ব। এ ব্যাপারে মহান আল্লাহ তা'আলা বলেন, "আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী-পুরুষদের বিবাহ দাও।" (সুরা নুর, ২৪:৩২)। এবং রাসুলুল্লাহ(সা:) বলেন, রাসুল (সা.) বলেন, "যে নারী তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল।" (তিরমিজি: ১০২১)
- বিয়ের আকদ সম্পন্ন হওয়ার সময় সাক্ষী রাখা। এ বিষয়ে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল (সা.) বলেন, "অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।" (সহিহ জামে, হাদিস নং : ৭৫৫৮)
- বিয়ের বর এবং কনে উভয়কে গ্রহণযোগ্য ভাবে নিজেদের স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে নেয়া। অর্থাৎ স্বামী তার স্ত্রীকে গ্রহণযোগ্য হবে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দান করবে ঠিক তদ্রূপ ভাবে স্ত্রী ও তার স্বামীকে স্বামী বলে স্বীকৃতি দান করবে।
সুন্নতি বিয়ের নিয়ম: বিবাহের সুন্নাত সমূহ
- অনাড়ম্বরভাবে সাবধানতা অবলম্বন করে সাধ্যমত আয়োজন এর মাধ্যমে বিবাহ সম্পন্ন করা।বিবাহ অনুষ্ঠানের জন্য অপব্যয় কিংবা অপচয় না করা এবং অনৈসলামিক কোন ধরনের কালচার পালন না করা।
- যে কোন মাসে বিবাহ করা বৈধ তবে সকল মাসে ব্যবহার করা এবং জুমার দিনে বিবাহ করা সুন্নত। (মুসলিম, হাদীস নং- ১৪২৩)
- বিবাহের কথা যথাসম্ভব প্রচার করা এবং বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকলকে খেজুর খাওয়ানো।(বুখারী শরীফ, হাদীস নং- ৫১৪৭)
- সামর্থের বাইরে মোহরানা ধার্য করে সামর্থ্য অনুযায়ী মোহরানা ধার্য করা।
- বাসর ঘরের স্ত্রীর মাথার উপর হাত রেখে এই দোয়া পাঠ করা, اَللّهُمَّ إنِّيْ أسْألُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جَبَلْتَ عَلَيْهِ وأعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَ عَلَيْهِ.
সুন্নতি বিয়ের পোশাক
বিয়ের অনুষ্ঠানে বর এবং অনেকে অবশ্যই সুন্নতি বিয়ের পোশাক পরিধান করতে হবে। সুন্নতি বিয়ের পোশাক পরিধান করে বিজাতিদের মত মর্ডান পোশাক পরে বিবাহ করা উচিত নয়। সুন্নতি বিয়ের পোশাক কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। চলুন দেখে নেয়া যাক সুন্নতি বিয়ের পোশাক এবং সুন্নতি বিয়ের ছবি গুলো।
শার্ট প্যান্ট ও টাই পরে বিবাহ করা উচিত নয়। বিবাহের সময় বর এবং কনেকে সুন্নতি বিয়ের পোশাক পরিধান করতে হবে। সেক্ষেত্রে বড় শেরওয়ানি পায়জামা ও টুপি পরিধান করবে। এবং কনে শাড়ি কিংবা জামা পরিধান করার পরে তার উপরে বোরকা পরিধান করবে এবং মুখমন্ডল হিজাব দ্বারা আবৃত করবে। সুন্নতি বিয়ের পোশাক সম্পর্কে উপরে যে তথ্য তুলে ধরা হলো বিবাহের পোশাকের ক্ষেত্রে তা অনুসরণ করা উচিত।
বিবাহের উপকারিতা
সামর্থ্যবান ব্যক্তি কে অবশ্যই বিবাহ করতে হবে। কেননা বিবাহ না করলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। তাই এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যে বিবাহের সামার্থ রাখে সে যেন বিয়ে করে নেয়, কেননা তা চক্ষুকে আনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাযতে রাখে। -- বোখারী, মুসলিম)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রাসুলুল্লাহ (সোঃ) এরশাদ করেন, যে যখন বান্দা বিবাহ করল, নিশ্চই সে তার দ্বীনের অর্ধেক পূরণ করল এবং বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করবে। -- মেশকাত শরীফ
সঠিক সময়ে সন্তানকে বিবাহ না দিলে সন্তান যদি কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হয় তাহলে তার দায়ভার পিতা-মাতাকে বহন করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, সুলুল্লাহ (সোঃ) এরশাদ করেন, (আসল) তাওরাত কিতাবে লেখা আছে, যার মেয়ে বার বছর বয়স হয়েছে আর সে তার বিবাহ দেয় নাই, ফলে সে মেয়ে যে কোন ধরনের যেনায় লিপ্ত হবে, তার গুনাহ পিতার বহন করতে হবে। - বায়হাক্বী শরীফ
উপরোল্লিখিত হাদিস সমূহ থেকে বোঝা গেল যে, বিবাহের অনেক উপকারিতা রয়েছে। সুতরাং সব ধরনের সামর্থ্য থাকার পরেও বিবাহ না করা গুনাহের কাজ। সময়মতো সন্তানদেরকে বিবাহ দিয়ে সমূহ পাপের রাস্তা বন্ধ করা পিতা-মাতার একান্ত কর্তব্য।
সুন্নতি বিয়ের ছবি
দৃষ্টিনন্দন ও সুন্দর সুন্দর সুন্নতি বিয়ের ছবি গুলো নিচে তুলে ধরা হবে। আপনি যদি আকর্ষণীয় সুন্নতি বিয়ের ছবি গুলো দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে।সুন্নতি বিয়ের ছবি গুলো দেখে আশা করি আপনারও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেয়া যাক সুন্নতি বিয়ের ছবি গুলো।
সুন্নতি বিয়ের নিয়ম - সুন্নতি বিয়ের পদ্ধতি: উপসংহার
সুন্নতি বিয়ের নিয়ম ও সুন্নতি বিয়ের পদ্ধতি উপরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বিবাহের ক্ষেত্রে উপরে বর্ণিত সুন্নতি বিয়ের নিয়ম ও সুন্নতি বিয়ের পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে। আপনি যদি যথাযথভাবে সুন্নতি বিয়ের নিয়ম ও সুন্নতি বিয়ের পদ্ধতি গুলো অনুসরন আল্লাহ করে নাও তাহলে বিয়ে বৈধ হবে না।
সুন্নতি বিয়ের নিয়ম ও সুন্নতি বিয়ের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি সুন্নতি বিয়ের পোশাক কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং সবশেষে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় সুন্নতি বিয়ের ছবি গুলো তুলে ধরা হয়েছে। উপরে উল্লেখিত সুন্নতি বিয়ের ছবি গুলো আশা করি আপনারও ভালো লাগবে। ১৬৪১৩
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন