bloggermomota.com
https://www.bloggermomota.com/2022/10/blog-post_11.html
করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা
করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আকারে দেয়া হয়। করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা পরীক্ষায় আসলে আপনি যদি সেই প্রশ্নের উত্তর দিতে চান তাহলে, অবশ্যই আপনাকে করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা, লেখার প্র্যাকটিস করতে হবে। নিচে করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা pdf আকারে তুলে ধরা হলো।
পেজ সূচিপত্র: করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা
করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা: উপস্থাপনা
দশম শ্রেণীর জন্য করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 10 খুবই গুরুত্বপূর্ণ। কেননা করোনাভাইরাস সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় প্রায়শই করা হয়। ঠিক তেমনি ভাবে সপ্তম শ্রেণির জন্যও করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 7 গুরুত্বপূর্ণ একটি বিষয়। দশম শ্রেণীর মত সপ্তম শ্রেণীতেও অনেক সময় করোনা ভাইরাস নিয়ে রচনা লিখতে বলা হয়।
নিচে করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 10 এবং করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 7 উল্লেখ করার পাশাপাশি, করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা করার নিয়ম উল্লেখ করা হবে।এবং করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা pdf আকারে তুলে ধরা হবে।
নিম্নবর্ণিত করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা করার নিয়ম অনুসরন করে খুব সহজেই প্রতিবেদন লিখতে পারবেন। চাইলে আপনি করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা pdf ডাউনলোড করে রাখতে পারেন। চলুন দেখে নেয়া যাক করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা।
করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে করোনাভাইরাস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে পরিণত হয়েছে। আর সে কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিভিন্ন শ্রেণীতে বাংলা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রান্ত রচনা লিখতে বলা হয়। নিচে করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা pdf আকারে তুলে ধরা হবে। চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন।
আপনি যদি এই সঠিকভাবে করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 10 এবং করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 7 সঠিক ভাবে লিখতে পারেন তা নিচে তুলে ধরা হলো।
করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 10 - করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 7
দশম শ্রেণীর জন্য করোনাভাইরাস সংক্রান্ত রচনা লিখতে বলা হলে অনেক সময় অনেকে বুঝে উঠতে পারেনা যে, কিভাবে সুন্দর করে করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 10 বা করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 7 লিখতে হয়।
আপনি যদি নিম্নলিখিত করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 10 বা করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 7 যথাযথভাবে অনুসরণ করতে পারেন, তাহলে খুব সহজেই সুন্দর করে করোনা ভাইরাস অনুচ্ছেদ করতে পারবেন। চলুন দেখে নেয়া যাক, করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 10 বা করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 7
নমুনা রচনা:
উপস্থাপনা। করোনাভাইরাস বর্তমানে বিশ্বব্যাপী প্রাণঘাতী একটি ভাইরাস। করোনা ভাইরাস নতুন কোন ভাইরাস না হলেও ২০১৯ সালে এই ভাইরাসটির নতুন ভেরিয়েশন পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করেছে। COVID-19 নামটি বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যায়, নামটির প্রথম দুই অক্ষর CO নেয়া হয়েছে Corona শব্দ থেকে। আর দ্বিতীয় দুইটি অক্ষর VI নেয়া হয়েছে Virus শব্দ থেকে। আর শেষ অক্ষর D নেয়া হয়েছে disease শব্দটি থেকে। আরে যেহেতু এই করোনাভাইরাসের এই নতুন ভেরিয়েশন ২০১৯ সালে প্রথম প্রকাশ পায় তাই শেষে 19 যুক্ত করা হয়েছে।
করোনা ভাইরাস কি? প্রাণঘাতী সংক্রামক ভাইরাস গুলোর মধ্যে অন্যতম একটি ভাইরাস হলো করোনাভাইরাস। বিভিন্ন ধরনের করোনাভাইরাস রয়েছে। তবে সব ধরনের করোনাভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয় না বিরল ক্ষেত্রে প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাস সংক্রমিত হতে পারে বিজ্ঞানীদের ভাষায় এটাকে বলা হয় জুনোটিক। ২০১৯ সালে যে ভাইরাস প্রাণঘাতী রুপ নিয়েছিল সারাবিশ্বে, সেটি এই ধরনের একটি ভাইরাস।
করোনা ভাইরাসের লক্ষণ সমূহ: করোনাভাইরাস এর অনেক ধরনের প্রলক্ষণ রয়েছে তার মধ্যে সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হলো: জ্বর, শুকনো কাশি, অস্থিরতা ও দুর্বল ভাব এবং স্বাদ ও ঘ্রাণ শক্তি কমে যাওয়া। করোনাভাইরাস এর আরো কিছু লক্ষণ রয়েছে যেগুলো কিছুটা আনকমন এবং সকল করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্রকাশিত নাও হতে পারে। এগুলো হলো: কণ্ঠনালীতে সংক্রমণ, প্রচন্ড মাথা ব্যথা, শরীরের বিভিন্ন অংশে ব্যথা, ডায়রিয়া, ত্বকে চাকা চাকা দাগ এবং চোখ রক্তবর্ণের হয়ে যাওয়া।
করোনা ভাইরাস প্রতিরোধের উপায়: করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার বিশেষ কিছু উপায় রয়েছে সেই পদ্ধতিগুলো অনুসরণ করলে খুব সহজেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা যায় কি কি উপায় অবলম্বন করলে করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব সেগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
- সামাজিক দূরত্ব বজায় রাখা।
- বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করা।
- খোলামেলা জায়গায় থাকা এবং জনসমাগম এড়িয়ে চলা।
- প্রতিনিয়ত সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলা অথবা হ্যান্ডওয়াশ ব্যবহার করা।
- হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করা।
- করণা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করা।
উপসংহার: আমরা যদি সকলে মিলে সচেতন হই এবং করোনা ভাইরাস প্রতিরোধের উপায়গুলো শতভাগ মেনে চলি তাহলে প্রাণঘাতী এই রোগটি থেকে আমরা খুব সহজেই মুক্তি পাব। সব সময় আমাদেরকে নিজের সেফটি বজায় রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।
করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা pdf - করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা
আরো পড়ুন: ১৫ ই আগস্ট এর বক্তব্য - ১৫ ই আগস্ট এর ভাষণ
নিচে যেভাবে প্রতিবেদন লেখা হবে আপনি যদি সেই পদ্ধতি অনুসরণ করেন তাহলে, আপনার প্রতিবেদনটি গ্রহণযোগ্য হবে। চলুন দেখে নেয়া যাক করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা এবং করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা pdf
নমুনা প্রতিবেদন:
করোনা ভাইরাস প্রতিরোধের উপায়
বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করা প্রাণঘাতী ভাইরাস হলো করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে। বিপর্যয় সৃষ্টিকারী এই ভাইরাস থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আপনি যদি সঠিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেন, তাহলে খুব সহজেই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবেন।
করোনাভাইরাস প্রতিরোধ করার অন্যতম উপায় হলো সতর্কতা। আপনি নিজে যদি সতর্ক থাকতে পারেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে যদি সতর্ক রাখতে পারেন, তাহলে করোনাভাইরাস আপনাকে খুব সহজেই অ্যাটাক করতে পারবে না। যেসকল উপায় অবলম্বন করে খুব সহজেই করোনাভাইরাসের করাল থাবা থেকে বেঁচে থাকা যায় সেগুলো নিচে পয়েন্ট আকারে তুলে ধরা হলো।
- বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করা।
- বাইরে থেকে বাসায় ফিরে ভালোভাবে হাত ধৌত করা।
- করমর্দন পরিহার করা।
- নিরাপদ দূরত্ব বজায় রাখা।
- বাহিরে সকলে স্পর্শ করে এমন বস্তু স্পর্শ না করা।
- নাকে মুখে হাত দেয়া থেকে বিরত থাকা।
- পশু প্রানীদেরকে স্পর্শ করার পরে হাত ধোয়া।
- ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
- যেকোনো ধরনের ভিড় চলা।
করোনাভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখার যে সকল উপায়ে উপরে তুলে ধরা হলো আপনি যদি সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আশা করা যায় করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারবেন।
করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা: উপসংহার
করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা করার সহজ নিয়ম উপরে তুলে ধরা হয়েছে। সেই নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদন রচনা করতে পারবেন। করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা pdf আকারে ডাউনলোড করে রাখলে।
পরবর্তীতে করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা pdf টি যেকোনো সময় অফলাইনে দেখতে পারবেন। উপরে উল্লেখিত করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 10 বা করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা class 7 এর নমুনা আশা করি আপনার উপকারে আসবে। ১৬৪১৩
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন